গ্যাজেট নির্মাতা ভারতীয় প্রতিষ্ঠান বোট বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে পরিবেশন অংশীদার হিসেবে রয়েছে ডিএক্স গ্রুপ। তারা অনুমোদিত পরিবেশক হিসেবে বোটের পণ্য ঢাকাসহ সারা দেশে সরবরাহ করবে। বোটের পণ্য তালিকায় রয়েছে তারহীন ইয়ারফোন টিডব্লিউএস (ট্রু ওয়্যারলেস স্টেরিও), স্মার্টঘড়ি, নেকব্যান্ড ইয়ারফোন, হেডফোন, স্পিকার, চার্জার ইত্যাদি।
বিস্তারিত পড়ুনঃ দেশের বাজারে এল পরিধেয় যন্ত্র, স্পিকার, হেডফোনের নতুন ব্র্যান্ড