দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস ভি৩ মোটরসাইকেল নিয়ে এলো এসিআই মোটরস

দেশের বাজারে ইয়ামাহার এফজেডএস ভার্সন ৩.০ লঞ্চ করেছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের পরিবেশক এবং প্রযুক্তিগত সহযোগিতার অংশীদার এসিআই মোটরস।

গত শনিবার মোটরসাইকেলটি লঞ্চ করা হয়।

মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে এবং ম্যাজেস্টি রেড রঙে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। এলইডি লাইটসহ ১৫০ সিসির মোটরসাইকেলটিতে রয়েছে ইঞ্জিন কাট অফ সুইচ, একটি বিএসসিক্স ফুয়েল ইনজেকশন ইঞ্জিন এবং একটি এবিএস ব্রেকিং সিস্টেম।

বিস্তারিত পড়ুনঃ দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস ভি৩ মোটরসাইকেল নিয়ে এলো এসিআই মোটরস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *