প্রথম অ্যাপটি একটি লুমাস গেম। গেমটিতে আপনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ একটি ঘরে সবকিছু ছড়ানো থাকবে আর আপনাকে সব গুছিয়ে রাখতে হবে। এতে বিভিন্ন ধরনের মোডও রয়েছে, ‘রিল্যাক্স’ মোডে সহজ কাজগুলো করতে হয়। ‘ইউসডোম’মোডে কিছু ধাঁধাঁর সমাধান করতে হয়। নিজের প্রয়োজনমতো একটি মোড বেছে নিতে পারবেন। গেমটিতে আরও একটি উপাদান রয়েছে তা হলো একটি বিড়াল। যা একটি পোষা প্রাণীর মতোই আপনাকে ভালোবাসবে। এমনকি ঘরের বিড়ালের মতোই তার যত্ন করতে পারবেন গেমে। কিছুক্ষণ এই ঘর গোছানোর কাজগুলো করলে দেখবেন দুশ্চিন্তা খানিকটা কমে গেছে।
বিস্তারিত পড়ুন: দুশ্চিন্তা কমাবে ফোনের ২ অ্যাপ