বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা নতুন স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি গাড়ি আনছে। মডেল হোন্ডা এলিভেট। হোন্ডার এই গাড়ি বাজারে আসলে ক্রেটার প্রতিদ্বন্দ্বী হবে। সম্প্রতি এই গাড়ির টিজার প্রকাশ্যে এসেছে।
নতুন গাড়ির টিজারে হোন্ডার এলিভেটের ডিজাইন আংশিকভাবে প্রকাশ করেছে। যার মধ্যে এলইডি ডিআরএল, সানরুফ, শার্ক ফিন অ্যান্টেনা ও স্পোর্টি রেয়ার সেকশন সহ মসৃণ হেডল্যাম্প রয়েছে।
বিস্তারিত পড়ুনঃ দুর্ঘটনাপ্রবণ সড়কে চললে সংকেত দেবে হোন্ডার এই গাড়ি