থ্রিডি প্রিন্টেড চিজ কেকগুলো বানিয়েছেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির একদল ইঞ্জিনিয়ার। ভিন্ন স্বাদের খাবারটি তৈরি করা হয়েছে সাতটি উপকরণ দিয়ে। এই চিজ কেক বানাতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। গবেষকরা একবারে এই চিজ কেক বানাতে পারেননি। বেশ কয়েকবারের চেষ্টায় তাঁরা সফল হন। ভবিষ্যতে থ্রিডি প্রিন্টেড চিজ কেক মানুষের রান্নার ঝক্কি কমাবে বলে আশা করছেন তাঁরা।
সূত্র : সিএনএন