আফ্রিকান সিন্যান্ড্রা ওপিস নামের প্রজাপতির ডানা খুবই বর্ণময়। আলো পড়লে রংধনুর মতো নানা রং ছড়ায় এই প্রজাপতির ডানা থেকে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে মনে হয় প্রজাপতির দুই ডানার সংযোগস্থল যেন পাহাড়ি কোনো ঢাল। সেই ঢাল থেকে ছড়াচ্ছে নানা রঙের ছটা। এই বর্ণচ্ছটাই তৈরি করা হচ্ছে থ্রিডি প্রিন্টারে।
বিস্তারিত পড়ুন: থ্রিডি প্রিন্টারে প্রজাপতির ডানার বর্ণচ্ছটা