আইফোন ১৪-এর ইমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট ফিচার ব্যবহার করে দুর্গম গিরিখাত থেকে উদ্ধার পেয়েছেন ইটাহর ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী। গিরিখাতের মধ্যে পানি ছিল। তাঁরা যতই আগাচ্ছিলেন ততই বাড়ছিল পানি। একসময় ১০ থেকে ১৫ ফুট গর্তের মধ্যে তাঁরা আটকা পড়েন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে ফোনের নেটওয়ার্ক ছিল না। স্টিভেন ওয়াট নামের এক শিক্ষার্থীর কাছে আইফোন ১৪ দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি নম্বরে মেসেজ পাঠিয়ে সাহায্য চান। প্রতি ২০ মিনিট পর পর একটি স্যাটেলাইট তাঁদের এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। ফোন ওপরে ধরে স্যাটেলাইটের সিগন্যাল পেতে সমর্থ হন স্টিফেন ওয়াটস। এরপর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল এসে তাঁদের রক্ষা করে।
বিস্তারিত পড়ুনঃ তিন শিক্ষার্থীকে বাঁচাল আইফোনের স্যাটেলাইট ফিচার