সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ডালই ও মিডজার্নির মতো জেনারেটিভ এআইয়ের ছবি আঁকার সিস্টেম। এসব সিস্টেম যেকোনো লেখাকে কয়েক সেকেন্ডের মধ্যে ছবিতে রূপান্তর করে ফেলতে পারে। তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি আঁকেন শিল্পী পিন্ডার ভ্যান আরম্যান। ১৫ বছর আগে নিজের প্রথম ‘পেইন্টিং রোবট’টি তৈরি করেন আরম্যান। তাঁর এখনকার নতুন রোবটগুলোকে ছবি আঁকার বিষয়ে গাইড করতে ডিপ লার্নিং নিউট্রাল নিউরাল নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিক্রিয়া লুপ, গণনামূলক সৃজনশীলতার ব্যবহার করে থাকেন। আশ্চর্যজনকভাবে দেখা যায় যে রোবটগুলো ছবির প্রতিটি অংশ আঁকার সময় আলাদাভাবে স্বাধীন ও নান্দনিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রচলিত ধারণা আছে তাতে নতুন মাত্রা যোগ করে।
বিস্তারিত পড়ুনঃ তিনি রোবট দিয়ে ছবি আঁকেন