প্রথমবারের মতো তিন ক্যামেরাযুক্ত ড্রোন বাজারে এনেছে ডিজেআই। ‘ডিজেআই ম্যাভিক থ্রি প্রো’ মডেলের এই ড্রোন কাজে লাগিয়ে একই সময়ে তিনটি ক্যামেরার সমন্বয়ে ভিডিও ধারণ করা যাবে। ফলে সহজে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিং বা জরিপের কাজ করা যাবে।
বিস্তারিত পড়ুনঃ ড্রোনে তিন ক্যামেরা যুক্ত করল ডিজেআই