অনেক সময় ডেস্কটপে বা ল্যাপটপে কাজ করতে গিয়ে ডকুমেন্ট সেভ করতে ভুলে যান। আবার হঠাৎ ক্লোজ বাটনে চাপ লেগে ডকুমেন্টটি সেভ না হয়েই বন্ধ হয়ে যায়। এমন মুহূর্তেই সব পরিশ্রম শেষ। তবে এমন ভুলেও আপনার ফাইল অক্ষত থাকবে গুগলে। টেক জায়ান্ট এবার সেই সুবিধাই নিয়ে এলো।
বিস্তারিত পড়ুনঃ ডেস্কটপে সেভ না করলেও ডিলিট হবে না ডকুমেন্ট