সবার জন্য উন্মুক্ত মেলায় থাকছে ৫২টি প্যাভিলিয়ন ও ৫৭টি স্টল। প্রদর্শনীর পাশাপাশি থাকছে আটটি সেমিনার। মেলার দ্বিতীয়দিন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রথম মোবাইল কংগ্রেস। নারী ও শিশুদের জন্য মেলায় থাকছে বিশেষ আয়োজন। ভিআর চশমা পড়ে মেলা থেকেই দর্শনার্থীরা ঢুঁ দিতে পারবেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।
সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, শিল্পের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে ফাইভজি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ও সুবিধার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এই মেলা থেকেই প্রচলন করা হবে ডাক ও টেলিযোগাযোগ পদক। ১৪ ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে সম্মাননা পদক।
বিস্তারিত পড়ুন: ডিজিটাল বাংলাদেশ মেলা শুরু বৃহস্পতিবার