টাটা নিক্সন নিয়ে আসছে তাদের নতুন একটি এসইউভি গাড়ি। অনেকদিন থেকেই এই গাড়িটি নিয়ে আলোচনা হচ্ছিলো গাড়ির বাজারে। কারণ এতে দেওয়া হয়েছে নতুন একটি ফিচার। যা এর আগে কখনো কোনো গাড়িতে ব্যবহার হয়নি।
টাটা নিক্সন ফেসফ্লিট গাড়িতে থাকছে ডিজিটাল ডিসপ্লে। গাড়িটির স্টিয়ারিং হুইলে থাকবে একটি ডিজিটাল ডিসপ্লে। সম্প্রতি এই গাড়ির কিছু ছবি প্রকাশ হয়েছে ইন্টারনেটে। সেখান থেকেই জানা যায়, এই গাড়িতে টু-স্পোক স্টিয়ারিং হুইলটির উভয় প্রান্তেই ব্যাকলিট কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে। সেখানে একাধিক কার্যকারিতার জন্য বেশ কিছু বাটনও দেওয়া হয়েছে। তাদের ঠিক মাঝখানেই রয়েছে একটা আয়তাকার স্ক্রিন।
বিস্তারিত পড়ুনঃ ডিজিটাল ডিসপ্লে থাকছে টাটা নিক্সনের নতুন গাড়িতে