আর্ট পেপারের বদলে পর্দাজুড়ে ছবি আঁকার সুযোগ মিলবে জেন্সল্যাবস পেন ডিসপ্লে ২৪ সিরিজের এই ট্যাবলেট কম্পিউটারে। ২৪ ইঞ্চি ওএলইডি (অরগানিক লাইট-এমিটিং ডায়োড) পর্দার ডিজিটাল ক্যানভাসটিতে ছবি আঁকার জন্য রং বা তুলির প্রয়োজন হয় না। ফলে হাতের কাছে রং, তুলি বা আর্ট পেপার না থাকলেও ইচ্ছেমতো ছবি আঁকা যায়।
বিস্তারিত পড়ুনঃ ডিজিটাল ক্যানভাস