শরীর সুস্থ রাখার জন্য হাসি, আনন্দ এমনকি কান্নারও প্রয়োজন রয়েছে। এসব মানুষের শিখতে হয় না। প্রাকৃতিকভাবে জন্মলগ্ন থেকেই শিখে থাকেন। কিন্তু সাম্প্রতিক ট্রেন্ড বলছে, মানুষ এখন ইউটিউব দেখে শিখছে কীভাবে কাঁদতে হয়। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি!
গ্রেট ব্রিটেন আর জাপানের মতো দেশে একাংশের মানুষ লাফটার ক্লাবের মতো ক্রাইং ক্লাবে যান। হাজার-হাজার টাকা খরচ করেন কান্নার জন্য। কান্না পেলেও না কাঁদতে পারাকে এক প্রকার মানসিক সমস্যা বলে মনে করেন মনোবিদদের একটা বড় অংশ।
বিস্তারিত পড়ুনঃ ট্রেন্ডিং: কীভাবে কাঁদতে হয় ইউটিউব দেখে শিখছে মানুষ!