ট্রু কলার অ্যাপের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে বা বার্তা পাঠালে সেই ব্যক্তির পরিচয় ফোনে দেখা যায়। শুধু তা–ই নয়, চাইলে অনাকাঙ্ক্ষিত কল করা ব্যক্তির ফোন নম্বর স্প্যাম হিসেবেও দেখায় অ্যাপটি। ফলে সহজেই প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার সুযোগ মিলে থাকে। তবে ট্রু কলারের তথ্যভান্ডারে নাম বা পরিচয় ভুল থাকে অনেকের। এতে অপরিচিত ব্যক্তিদের কল করার সময় তাঁরা ভুল নাম দেখতে পান। তবে চিন্তার কিছু নেই, ট্রু কলার অ্যাপের তথ্যভান্ডারে থাকা নাম বা তথ্য চাইলেই পরিবর্তন করা সম্ভব।
বিস্তারিত পড়ুনঃ ট্রু কলারে নাম পরিবর্তন করবেন যেভাবে