একটি লিংক ব্যবহার করে বিভিন্ন ব্রাউজার ট্যাব সংরক্ষণ ও শেয়ারের সুবিধা দিতে ওয়ার্কস্পেস ফিচারের পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট এজ। বর্তমানে এর প্রিভিউ সংস্করণের ব্যবহার চলছে। খবর এনগ্যাজেট।
গত বছর নতুন ফিচারটি প্রথম প্রকাশ্যে এলেও নতুন প্রিভিউ সংস্করণে কার্যকারিতার বিষয়টি পরিষ্কার হয়েছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনো বিষয় সম্পর্কে একাধিক ট্যাব চালু করার পর সেগুলোকে একটি গ্রুপে সংরক্ষণ করতে পারবে। এটিকে এজের কালেকশন ফিচারের মতো মনে হলেও অন্যদের সঙ্গে সংরক্ষিত ট্যাব শেয়ারের সুযোগ দেয়ার মাধ্যমে নতুন ধাপ যোগ করে ওয়ার্কস্পেস।
বিস্তারিত পড়ুনঃ ট্যাব শেয়ারে ওয়ার্কস্পেসের পরীক্ষা চালাচ্ছে এজ