টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ‘মিউজিকএলএম’। এটি যেকোনো ঘরানার গান তৈরি করতে সক্ষম। ব্যবহারকারীকে শুধু লিখে দিতে হবে কোন ধরনের গান তিনি চাইছেন। মিউজিকএলএমের ডাটাবেইসে ২ লাখ ৮০ ঘণ্টার গান রয়েছে। এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েই গান তৈরি করবে মিউজিকএলএম। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর এবার সবার জন্য টুলটি উন্মুক্ত করেছে গুগল।
বিস্তারিত পড়ুনঃ টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন এআই টুল