টুইটার চালানোর অভিজ্ঞতা খুব কষ্টদায়ক : মাস্ক

বিপর্যয় থেকে টুইটার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিজ্ঞাপনদাতাদের ফিরে আসা এবং খরচ কমানোর নীতি ফলপ্রসূ হওয়ায় টুইটারের লাভ ও ক্ষতির পরিমাণ এখন প্রায় সমান। টুইটারের কর্মী ছিল আট হাজার। এখন কাজ করছেন দেড় হাজার কর্মী। তবে বিশাল হারে কর্মী ছাঁটাইয়ের মাসুলও দিচ্ছে তাঁর কম্পানি। চলতি বছরের এ সময় পর্যন্ত ছয়বার গুরুতর বিভ্রাট দেখা দেয় টুইটারে। বিষয়টি স্বীকার করে মাস্ক বলেন, ‘এই সমস্যাগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না। কর্মী ছাঁটাই ছাড়া উপায়ও ছিল না। কারণ ৩০০ কোটি ডলারের ঘটতি ছিল। সব ঠিক থাকলে এই প্রান্তিকে আমরা ব্যয়ের চেয়ে আয় বেশি করতে পারব।

বিস্তারিত পড়ুনঃ টুইটার চালানোর অভিজ্ঞতা খুব কষ্টদায়ক : মাস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *