বছর চার আগের ঘটনা। ফিওন হুসেনের বয়স তখন মাত্র ১৮ বছর। সবে কলেজে উঠেছেন। সমবয়সী বন্ধুবান্ধবের সঙ্গে পড়াশোনা আর আড্ডাতেই দিন পার হয়ে যায়। তাঁর বাবা কাজ করেন একটি কৃষি খামারে। ফিওনের পড়াশোনার বিষয়বস্তুও ছিল কৃষি। বাবার মৃত্যুর পর হঠাৎ করেই খামারের পুরো দায়িত্ব এসে পড়ে ফিওনের কাঁধে। বাবার অসুস্থতার আগ পর্যন্ত কৃষিকাজের সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না তাঁর। তবে এবার আর এড়িয়ে যেতে পারলেন না ফিওন। খামারের দায়িত্ব নেওয়ার মাত্র চার বছরের মধ্যেই সাফল্য পেয়েছেন তিনি। এখন ওয়েলসের ডেনবিঘে ফিওনের ১৮০ একর খামারে আছে ৭০টি গরু ও ৩০টি ভেড়া। তাঁর দিন শুরু হয় খামারে গাভির দুধ সংগ্রহের মধ্য দিয়ে।
বিস্তারিত পড়ুনঃ টুইটারে জনপ্রিয় খামারি ফিওন