খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে নিয়মিত টুইট (টুইটারে দেওয়া বার্তা) করেন অনেকেই। নিয়মিত টুইট করার ফলে পুরোনো টুইটগুলো সহজে দেখা যায় না। এ সমস্যা সমাধানে ‘হাইলাইটস’ সুবিধা চালু করেছে টুইটার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের প্রকাশ করা পছন্দের টুইটগুলো আলাদা ট্যাবে সংরক্ষণ করতে পারবেন। ফলে অনুসরণকারীরা সেগুলো সহজেই দেখতে পারবেন।
বিস্তারিত পড়ুনঃ টুইটারে চালু হলো হাইলাইটস, যে সুবিধা পাওয়া যাবে