বার্তা পড়ার সময় পর্দার এক পাশে পছন্দের ভিডিও দেখার সুযোগ দিতে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। বর্তমানের মতোই টুইটারের নিউজ ফিড স্ক্রল করার সময় পর্দার এক কোণে ভিডিও দেখার সুযোগ মিলবে।
বিস্তারিত পড়ুনঃ টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা