প্রথমবারের মতো আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।
সোমবার লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে টুইটার। ইতিমধ্যেই তাদের পেমেন্ট অপশন চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে টুইটার।
গত অক্টোবরে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেনে এলন মাস্ক। তারপর থেকেই আর্থিক সংকট দেখা দিয়েছে টুইটারে। কমেছে বিজ্ঞাপন থেকে আয়ও। তাই ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার। সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন।
টুইটারের প্রোডাক্ট ম্যানেজার এসথার ক্রফোর্ডের নেতৃত্বে একটি দল এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছেন।
বিস্তারিত পড়ুন: টুইটারে আর্থিক লেনদেন চালু হচ্ছে