স্ট্রিমিং পরিষেবার পর এবার টেলিভিশনের জন্য গেম চালু করতে যাচ্ছে নেটফ্লিক্স। আর এখানে নতুন এক পদ্ধতি যুক্ত করতে যাচ্ছে প্লাটফর্মটি। গেম খেলার জন্য ব্যবহারকারীরা কন্ট্রোলার হিসেবে হাতে থাকা সেলফোন ব্যবহার করতে পারবে। খবর নাইনটুফাইভগুগল ও এনগ্যাজেট।
বিস্তারিত: টিভি গেম আনবে নেটফ্লিক্স কন্ট্রোলার হবে সেলফোন