টিভিতেও দেখা যাবে টুইটার

স্মার্ট টিভিতে চালানোর জন্য নতুন অ্যাপ আনতে যাচ্ছে ইলন মাস্কের কম্পানি টুইটার। দিন দিন ভিডিও কনটেন্টের সংখ্যা ও জনপ্রিয়তা বাড়ছে। এরই ধারাবাহিকতায় টুইটারের ভিডিও অ্যাপ তৈরি করা হচ্ছে। শনিবার এস এম রবিনসন নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ছোট স্ক্রিনে টুইটারের ঘণ্টাব্যাপী ভিডিও দেখব না।স্মার্ট টিভির জন্য টুইটার ভিডিও অ্যাপ আসলেই প্রয়োজন।’ এই টুইটের জবাবে ইলন মাস্ক বলেন, শিগগিরই টুইটারের ভিডিও অ্যাপ আসছে।

গত মাসেই টুইটার ব্লু সাবস্ক্রাইবারদের জন্য দুই ঘণ্টাব্যাপী ভিডিও আপলোডের সুবিধা চালু করে টুইটার।  সূত্র : লাইভ মিন্ট

বিস্তারিত পড়ুনঃটিভিতেও দেখা যাবে টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *