যেসব নারীরা স্কুটার কিনবেন বলে ভাবছেন তাদের জন্য আদর্শ স্কুটার হতে পারে টিভিএস জেস্ট ১১০। হালকা-পাতলা গড়নের এই স্কুটারে ওজন ১০৩ কেজি। দুর্দান্ত মাইলেজ মিলবে এতে। নারীদের জন্য এই স্কুটার আদর্শ হতে পারে।
বাজারে শত শত স্কুটার থাকলেও এর মধ্যে সবগুলো নারীবান্ধব নয়। কোনোর ওজন বেশি, কোনটার মাইলেজ কম। কোনোটা আবার চালিয়ে আরাম নেই। সেই হিসেবে দশে দশ পাবে টিভিএস জেস্ট ১১০।
বিস্তারিত পড়ুনঃ টিভিএস জেস্ট ১১০: নারীদের জন্য ভালো স্কুটার