যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে কি না তা নিয়ে জোর জল্পনার মধ্যেই ওই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি আরেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। লেমন৮ নামের এই অ্যাপকে বলা হচ্ছে ইনস্টাগ্রামের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী।
যুক্তরাষ্ট্রে প্রায় অপরিচিত একটি অ্যাপের হঠাৎ করে এমন নাটকীয় উত্থান অনেককেই বিস্মিত করেছে। মার্চের ২৮ তারিখের আগে যুক্তরাষ্ট্রে ডাউনলোড হওয়া অ্যাপগুলোর তালিকায় কখনো শীর্ষ দুই শ’র মধ্যেও স্থান পায়নি লেমন৮, যেটি এখন শীর্ষ দশে স্থান করে নিয়েছে। অর্থাৎ, বর্তমানে যুক্তরাষ্ট্রে ইউটিউব, ফেসবুক, জিমেইল এবং ফেসবুকের চেয়েও বেশি ডাউনলোড হচ্ছে এই অ্যাপটি।
বিস্তারিত পড়ুনঃ টিকটক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাচ্ছে একই প্রতিষ্ঠানের অ্যাপ লেমন৮