ব্যবহারকারীদের সহজে পছন্দের ভিডিও দেখার সুযোগ দিতে নিজেদের হোমপেজে ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি ভিডিও ফিড যুক্ত করেছে টিকটক। এসব ফিডে ক্লিক করলেই নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ স্পোর্টস ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খেলার ভিডিওগুলো দেখা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক মাধ্যমটি। ফলে পছন্দের ভিডিও দেখতে ব্যবহারকারীদের সার্চবারে পছন্দের ভিডিও অনুসন্ধান করতে হবে না।
বিস্তারিত পড়ুন: টিকটকে বিষয়ভিত্তিক ভিডিও ফিড