বিশ্ববিখ্যাত ই-কমার্স জায়ান্ট আমাজন টিকটকের মতো দেখতে ‘শপিং ফিড’ চালু করেছে। নতুন ফিডে শর্ট ভিডিও ও ছবি দুটিই থাকায় ক্রেতারা আরও ভালোভাবে পণ্য দেখতে পারবেন। এ ছাড়া, পণ্যের সঙ্গে সংযুক্ত ইনফ্লুয়েন্সার ভিডিও, ক্রেতাদের রিভিউ ও অন্যান্য বিস্তারিত পাওয়া যাবে। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিস্তারিত পড়ুনঃ ‘টিকটকের মতো’ শপিং ফিড আনল আমাজন