টিকটকের তথ্য নিয়ে বিক্ষোভকারীদের ওপর চালানো হতো নজরদারি

হংকংয়ের সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ও বিক্ষোভকারীদের তথ্য চীনের ক্ষমতাসীন চায়নিজ কমিউনিস্ট পার্টির  (সিসিপি) সদস্যদের দেখার সুযোগ করে দিয়েছে টিকটকের মূল কম্পানি বাইটডান্স। বিক্ষোভকারীরা প্রতিবাদসংক্রান্ত কনটেন্ট পোস্ট করায় তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছিল। এসব তথ্য জানান, বাইটডান্সের যুক্তরাষ্ট্র অফিসের সাবেক ইঞ্জিনিয়ারিং প্রধান ইয়ানতাও ইয়ু। যুক্তরাষ্ট্রের এক আদালতে করা মামলায় তিনি এই অভিযোগ করেন।

এ ছাড়া সিসিপি সদস্যরা যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের ডাটাও দেখতে পারতেন। তবে বাইটডান্সের এক মুখপাত্র এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। চলতি সপ্তাহে সান ফ্রান্সিসকোর সুপ্রিম কোর্টে এই অভিযোগে মামলা করা হয়। মামলায় ইয়ু বলেন, ২০১৮ সালে সিসিপির যে সদস্যরা ডাটা নিতে পারতেন তাঁদের পরিচিতি ছিল সুপারইউজার হিসেবে।

তাঁদের গড ইউজারও বলা হয়ে থাকে। বেইজিংয়ে বাইটডান্সের অফিস থেকেই নজরদারি চালাতেন তাঁরা। এ বিষয়ে বাইটডান্সের সিনিয়র এক্সিকিউটিভরা অবগত ছিলেন। আধাস্বায়ত্তশাসিত চীনা অঞ্চল হংকং।২০১৪ সালে হংকংয়ে বিশাল পরিসরে আন্দোলন হয়। এই আন্দোলনকে আমব্রেলা মুভমেন্টও বলা হয়ে থাকে।  

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *