এখনকার যানবাহনে দুই ধরনের টায়ার দেখা যায়। একটা টিউবলেস, অন্যটা টিউব টায়ার। গাড়ি ও বাইক চালকদের মনে প্রশ্ন থাকে তাদের যানবাহনের জন্য কোন চাকাটি ভালো হবে? টিউবলেস নাকি টিউব টায়ার?
আসলে এই দুই টায়ারের মধ্যে বড় পার্থক্য রয়েছে। যার সম্পর্কে খুব কম মানুষই জানেন। বাজারে সবচেয়ে পরিচিত দুই টায়ার হলেও এগুলোর সুবিধা-অসুবিধা দুই রয়েছে। দেরি না করে চলুন জানা যাক দুই টায়ারের মধ্যে পার্থক্য।
বিস্তারিত পড়ুনঃ টিউবলেস না টিউব টায়ার ভালো?