ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা নেক্সন ইভি ম্যাক্স গাড়ির ডার্ক এডিশন বাজারে আনল। এই গাড়ি একবার চার্জ দিলে টানা ৪৫৩ কিলোমিটার পথ চলতে পারবে।
টাটা মোটরসের অন্যতম জনপ্রিয় এবং লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি নেক্সন ইভি ম্যাক্স। এই মডেলের ডার্ক এডিশনে শুধু ইন্টিরিয়র বদলায়নি, বদলেছে গাড়ির এক্সটিরিয়র ডিজাইনও।
বিস্তারিত পড়ুনঃ টাটার এই ইলেকট্রিক গাড়ি এক চার্জে চলবে ৪৫৩ কিলোমিটার