বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম এই প্রথম টাচস্ক্রিন ডিসপ্লের ইলেকট্রিক স্কুটার আনছে। যদিও এই ইলেকট্রিক স্কুটি সম্পর্কে বিশদ তথ্য এখনও জানায়নি কেটিএম। সম্প্রতি ইউরোপে এই স্কুটার টেস্ট করতে দেখা গেছে। সুইডেনের অটোমোটিভ নির্মাতা প্রতিষ্ঠান হুসকারভানার সঙ্গে হাত মিলিয়ে স্কুটারটি বানাচ্ছে কেটিএম। এই ইলেকট্রিক স্কুটারে মিলবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা সাধারণত মোটরসাইকেলে দেখা যায়।
বিস্তারিত পড়ুনঃ টাচস্ক্রিন ডিসপ্লের ইলেকট্রিক স্কুটার আনছে কেটিএম