খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার ডেস্কটপ কম্পিউটারে (ওয়েব) গ্রাহকদের জন্য সময়রেখা বা টাইমলাইন–সম্পর্কিত নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। এর ফলে ব্যবহারকারী বের হওয়ার সময় শেষবার যে টাইমলাইনে ছিলেন, টুইটার তাঁকে সেটা মনে করিয়ে দেবে। অর্থাৎ ব্যবহারকারী যখন টুইটারে ঢুকবেন, তখন সর্বশেষ টাইমলাইন দেখতে পাবেন।
এক বার্তায় টুইটার বলেছে, অনেক ব্যবহারকারী টুইটারে ঢোকার পর সর্বশেষ টাইমলাইন দেখতে চেয়েছিলেন। এখন থেকে ওয়েব সংস্করণে সেই সুবিধা পাওয়া যাবে। কেউ যদি ‘ফর ইউ’ বা ‘ফলোইং’ ট্যাবে থাকা অবস্থায় টুইটার থেকে বের হয়ে যান, তবে আবার টুইটারে প্রবেশের পর সেখানেই ফিরে যাবেন। টুইটার জানিয়েছে, শিগগিরই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের জন্য এই সেবা চালু করা হবে।
বিস্তারিত পড়ুন: টাইমলাইন দেখার নতুন সুবিধা আনল টুইটার