টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ এখন দেশের বাজারে

আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ নিয়ে এসেছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ। সর্বোচ্চ ৫২ শতাংশ মূল্যহ্রাসে ব্র্যান্ডগুলোর স্মার্টওয়াচ পাওয়া যাবে। সম্প্রতি দারাজের অন্যতম সেলার সেন্টার পার্টনার সেলেক্সট্রা লাইফস্টাইল শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্মার্টওয়াচগুলো। 

ব্লুটুথ কলিংসহ টাইটান টক মডেলটির ১ দশমিক ৩৯ ইঞ্চি স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৪৫৪ বাই ৪৫৪ অ্যামলেড ডিসপ্লে। এর রেগুলার মূল্য ২০ হাজার ৯৯৫ টাকা। ৩৩ শতাংশ মূল্যহ্রাসে পাওয়া যাবে ১২ হাজার ৮৯৯ টাকায়। টাইটান টক-এস মডেলে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এর মূল্য ১৮ হাজার ৯৯৫ টাকা। মূল্যহ্রাসে পাওয়া যাবে ১০ হাজার ৪৯৯ টাকায়।

বিস্তারিত পড়ুনঃ টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ এখন দেশের বাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *