সর্বোচ্চ ৫২% মূল্যহ্রাসে জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের পাঁচটি মডেল এখন পাওয়া যাবে দারাজে । ১৭ জুন শনিবার ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের অন্যতম সেলার সেন্টার পার্টনার সেলেক্সট্রা লাইফ স্টাইল শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্মার্টওয়াচগুলো। এছাড়াও পণ্যগুলো পাওয়া যাবে বাংলাদেশে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক সেলেক্সট্রা লিমিটেডের বসুন্ধরা সিটির সেলেক্সট্রা লাইফস্টাইল শপে।
বিস্তারিত পড়ুনঃ টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ বিক্রি হচ্ছে অর্ধেক দামে!