কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে ডুব দেওয়া ডুবোযান টাইটানের খোঁজ এখনও মেলেনি।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, টাইটান নামের ওই ডুবোযানটির খোঁজে চলা তল্লাশি অভিযানের সময় নতুন আরও শব্দ শনাক্ত হয়েছে।
কোস্টগার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক জানিয়েছেন, এসব শব্দের উৎস কী তারা এখনও জানতে পারেননি, কিন্তু উদ্ধারকর্মীদের দলগুলো শব্দের উৎসের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
বিস্তারিত পড়ুনঃ টাইটানিক ডুবোযানের খোঁজ: নতুন শব্দ শনাক্ত, তল্লাশি এলাকা সম্প্রসারণ