আধুনিক জীবনের একেবারে কেন্দ্রে কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম ফটোগ্রাফি। প্রতিদিনের কাজকর্মকে সংবাদ, স্মৃতি বা ডিজিটাল কনটেন্ট– যে রূপেই হোক না কেন, ধরে রাখতে ফটোগ্রাফির ভূমিকা অনেক। তবে এই পেশায় জেন্ডার গ্যাপটা বেশ চোখের পড়ার মতো।
নারীকে যেন বেশিরভাগ সময় দেখা যায় ক্যামেরার সামনেই। কিন্তু ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, নারী সংখ্যাগরিষ্ঠ একটি দেশে কেন বেশিরভাগ কনটেন্ট এখনো পুরুষের দৃষ্টিতেই দেখা হয়? অবশ্য এ ক্ষেত্রে অনেকে এ তর্কও জুড়ে দিতে পারেন যে এ পেশার কঠিন সব ‘চাহিদা’ ধরে রাখতে নারীর সংখ্যা কম। কিন্তু আরও অনেক বিষয়ই রয়েছে, যার কারণে পেশাদারি ফটোগ্রাফিতে নারীদের অংশগ্রহণ ও অবদান এখনো অনেক বেশি সীমাবদ্ধ।
বিস্তারিত পড়ুনঃ জেন্ডার বৈষম্য ভেঙে ফটোগ্রাফি যাদের পেশা