শীঘ্রই গ্রাহকের কাছে পৌঁছাবে গুগলের ‘ফোল্ডএবল ডিভাইস’ পিক্সেল ফোল্ড। তবে, তথ্যটি নির্মাতা কোম্পানি দেয়নি, দিয়েছেন নির্ভরযোগ্য এক ফাঁসকারী।
প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ডের তথ্য অনুযায়ী, আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উন্মোচিত হতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
বিস্তারিত পড়ুনঃ জুনে ‘আসতে পারে’ গুগলের ফোল্ডএবল ডিভাইস