জিমেইল চ্যাটে যোগ হচ্ছে ‘মেশিন লার্নিং’

জিমেইল ও ডকসে স্মার্ট কম্পোজ–সুবিধা যোগ করার পর জিমেইল চ্যাটেও ‘মেশিন লার্নিং’ প্রযুক্তি যোগ করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ দিয়ে খুব সহজে ও দ্রুত চিঠি বা বার্তা লিখতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব সংস্করণের গুগল চ্যাটে স্মার্ট কম্পোজ উন্মুক্ত করা হয়েছে।

বিস্তারিত পড়ুনঃ জিমেইল চ্যাটে যোগ হচ্ছে ‘মেশিন লার্নিং’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *