গ্রুপ ই-মেইলের রিপ্লাই বন্ধ করুন
অনেক সময় একই ই-মেইল গ্রুপ আকারে একাধিক ব্যক্তিকে করা হয়। এতে যাঁদের ওই ই-মেইল করা হয়েছে, তাঁদের কেউ রিপ্লাই করলে সেটি আপনার কাছও এলো। এ ধরনের সমস্যা এড়াতে সংশ্লিষ্ট ই-মেইল খুলুন। এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করুন। এখান থেকে মিউট ক্লিক করুন। এবার কেউ রিপ্লাই করলেও সেটি আপনার কাছে প্রদর্শিত হবে না। আবার চাইলে পরে আর্কাইভে গিয়ে ওই ই-মেইলের উত্তর জেনে নেওয়া যাবে।
বিস্তারিত পড়ুনঃ জিমেইলে ৩ সুবিধা