জিমেইলে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে গত মাসে ‘ভেরিফায়েড চেকমার্ক’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ শনাক্তকরণ সুবিধা কাজে লাগিয়ে বৈধ জিমেইল ব্যবহারকারীদের পাঠানো ই-মেইলের পাশে নীল টিক যুক্ত করে দেয় গুগল। ফলে প্রাপক সহজেই জানতে পারেন, যে ঠিকানা থেকে ই-মেইল পাঠানো হয়েছে, তা সঠিক। কিন্তু সম্প্রতি জিমেইলে একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, যা কাজে লাগিয়ে চাইলেই ভুয়া জিমেইল ঠিকানায় নীল টিক যুক্ত করা সম্ভব।
বিস্তারিত পড়ুনঃ জিমেইলে ত্রুটি, প্রেরকের পরিচয় নিশ্চিত হয়ে ই-মেইল খোলার পরামর্শ