জিপিটি-৪ : যা কিছু নতুন সংযোজন

বুঝবে বাগধারার ব্যবহার

বর্তমানে চ্যাটজিপিটি চলছে জিপিটি-৩ ও জিপিটি-৩.৫ সংস্করণের প্রযুক্তি ব্যবহার করে। জিপিটি-৪ তৈরিতে যে ডাটাসেট ব্যবহৃত হয়েছে, তার পরিব্যাপ্তি ১৭০ ট্রিলিয়নটি প্যারামিটার বা তথ্যের ধরন। এত দিন জিপিটি-৩ মাত্র ১৭৫ বিলিয়ন প্যারামিটার দিয়েই কাজ চালিছে এসেছে। এই বিশাল পরিমাণ তথ্যের ধরন নিয়ে কাজ করায় জিপিটি-৪ ১০০ গুণ পর্যন্ত জিপিটি-৩-এর চেয়ে নিখুঁতভাবে ভাষা বুঝতে ও বলতে পারে। এত দিন চ্যাটজিপিটি চট করে চলিত ভাষা বুঝতে পারত না, বিশেষ করে বাগধারার ব্যবহার বুঝতে তার বেশ সমস্যা হতো। সেই সীমাবদ্ধতা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। এতে ব্যবহারকারী কী চাইছে, সেটা চ্যাটজিপিটি আরো ভালোভাবে বুঝতে তো পারবেই, তার তৈরি ফলাফলেও ভুলের পরিমাণ কমবে অন্তত ২০ গুণ। ফলগুলো আগের চেয়ে হবে আরো সহজবোধ্য ও স্বচ্ছ, যেমন—এত দিন যদি চ্যাটজিপিটি রচনা লিখত সেটা ছিল ‘বি’ গ্রেডের, এখন একই বিষয়ে রচনা লিখলে সেটা হবে ‘এ’ প্লাস পাওয়ার যোগ্য।

বিস্তারিত পড়ুনঃ জিপিটি-৪ : যা কিছু নতুন সংযোজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *