চীনের বাজারে জিটি নিও৫ স্মার্টফোন উন্মোচনের অপেক্ষায় আছে রিয়েলমি। ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এর বাজারজাত শুরু হবে। ডিভাইসটিতে ২৪০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ছাড়াও প্রথমবারের মতো ইনফ্রারেড (আইআর) ব্লাস্টার যুক্ত করতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিস্তারিত পড়ুনঃ জিটি নিও৫-এ আইআরব্লাস্টার থাকছে