জাপান আইটি উইকে বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নিয়েছিল বিপিও শিল্পের ৬টি প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য হিসেবে প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নিয়েছে।
মেলায় অংশগ্রহনকারী বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো হলো- স্কাইটেক সল্যুশনস, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, লিভার এ্যান্ড গিয়ার, ইগনাইট টেক সল্যুশনস, সিনার্জি বিজনেস সল্যুশন এবং মাই আউটসোর্সিং লিমিটেড।
বিস্তারিত পড়ুনঃ জাপান আইটি উইকে বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান