আগামী সপ্তাহে আসছে ChatGPT-4 সংস্করণ।এটি কি আসলেই ৫০০গুণ বেশি শক্তিশালী?
যেখানে বর্তমান ChatGPT-3.5 সংস্করণে ছিল ১৭৫ বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটারস সেখানে নতুন ChatGPT-4 সংস্করণে যুক্ত হয়েছে ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটারস!
যদিও ফোর্বস এর মতে, OPEN AI এর সিইও এত পরিমাণ ডেটার তথ্যটি নাকচ করে দেওয়ার কথাও জানিয়েছেন।
তবুও নতুন এ সংস্করণের ফলে শুধু লেখাই না, করা যাবে স্বয়ংক্রিয় ভিডিও, ইমেজ, সাউন্ড ইত্যাদি। হয়তো দেখা যাবে নতুন সংস্করণের সাহায্যে সিনেমার স্ক্রিপ্ট, সিনেমার জন্য এআই ব্যবহার করে অভিনয় শিল্পী তৈরি, সিনেমা প্রযোজনাসহ সরাসরি দর্শকদের কাছেই চলে যাওয়া যাবে রিয়েল লাইফ অভিনয়শিল্পী ছাড়াই!
তখন ২০০ পাতার একটি বই লেখা থেকে শুরু পুরোটাই ইলাস্ট্রেশন করা যাবে খুব সহজেই নতুন সংস্করণ দিয়ে!