এআইয়ের দাপটের প্রভাব চাকরির বাজারের ওপর পড়বে না বলে জানিয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। প্যারিসে অবস্থানকালে শুক্রবার তিনি বলেন, পুরো কর্মক্ষেত্রের চিত্র অটোমেশন দ্বারা পাল্টে যাওয়ার সতর্কবার্তা অনেকে দিলেও এমন কিছু ঘটবে না। সংবাদমাধ্যমে এআইয়ের সাহায্যে এরই মধ্যে কনটেন্ট লেখা শুরু হয়ে গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন সাংবাদিক এআই ব্যবহারের মাধ্যমে গবেষণা করে এবং বিস্তারিত তথ্য নিয়ে একটি লেখা দাঁড় করাতে পারবেন।
১০০ সহকারীর সমান কাজ করার সক্ষমতা আছে এআইয়ের।’ উল্লেখ্য, গত মার্চে আর্থিক খাতের গবেষণাপ্রতিষ্ঠান গোল্ডম্যান সাক্সের প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বজুড়ে ৩০ কোটি চাকরিতে প্রভাব ফেলবে এআই।
সূত্র : গ্যাজেটস ৩৬০