যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির বিকল্প হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে বার্ড (বিএআরডি) নামের নিজস্ব চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য উন্মুক্ত হওয়া এই চ্যাটবট ইংরেজি ভাষায় যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে চ্যাটবটটি আলাদাভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু উন্মুক্তের পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি সাড়া ফেলতে পারেনি বার্ড। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। আর তাই শিগগিরই বার্ডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।
বিস্তারিত পড়ুনঃ চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘বার্ড’ হালনাগাদ করবে গুগল