চ্যাটজিপিটির মতো মানুষের ব্যক্তিগত সহকারী হবে ‘ইনরাপ্ট’

ভবিষ্যতে চ্যাটজিপিটির মত ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সহকারী মানুষের থাকবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) এর উদ্ভাবক টিম বার্নার্স-লি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনবিসি এর বিয়ন্ড দ্যা ভ্যালি পডকাস্টের এক পর্বে তিনি এই কথা জানান।

বার্নার্স-লি ইনরাপ্ট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠিতা। এটির লক্ষ হলো ওয়েব ব্যবহারকারীদের একবার লগইনের মাধ্যমে একাধিক ওয়েবসাইট ব্যবহারের সুযোগ করে দেয়া। মানুষের অনলাইন ‘পডস’ থাকবে যেখানে তাদের সমস্ত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে, নতুন এই প্রতিষ্ঠানটি তেমনটাই চিন্তা করছে বলে জানান তিনি।

বিস্তারিত পড়ুন: চ্যাটজিপিটির মতো মানুষের ব্যক্তিগত সহকারী হবে ‘ইনরাপ্ট’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *