অস্ট্রেলিয়ায় চ্যাটজিপিটি’র মালিক কোম্পানি ওপেনএআই’র বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন দেশটির এক শেহরের মেয়র। এমনটি ঘটলে জনপ্রিয় এই চ্যাটবটের বিরুদ্ধে আনা বিশ্বের প্রথম মানহানির মামলা হবে এটি।
মেলবোর্নের উত্তর-পশ্চিম থেকে একশ ২০ কিলোমিটার দূরের শহর হেপবার্ন শায়ার থেকে নির্বাচিত মেয়র ব্রায়ান হুড বলেন, তিনি ঘুষ নেওয়ার অপরাধে জেল খেটেছেন– চ্যাটজিপিটি এমন ভুল তথ্য ঠিক না করলে তিনি ওপেনএআই’র বিরুদ্ধে মামলার বিষয়টি বিবেচনা করবেন।
বিস্তারিত পড়ুনঃ চ্যাটজিপিটি’র বিরুদ্ধে প্রথম মানহানি মামলা হচ্ছে অস্ট্রেলিয়ায়