ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির ডাটা দিয়ে নিজস্ব এআইভিত্তিক চ্যাটবট বার্ডকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। সংবাদমাধ্যম দি ইনফরমেশনের রিপোর্টে বলা হয়, শেয়ারজিপিটি নামের এক ওয়েবসাইটের তথ্য ব্যবহার করছে গুগল। এই ওয়েবসাইট চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের রেকর্ড জমা রাখে। বার্ডের মেশিন লার্নিং মডেলগুলো আগে যে চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিয়েছে, তা গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে জানান সার্চ জায়ান্টটির প্রকৌশলী জ্যাকব ডেভলিন। তিনি সতর্ক করে বলেন, এর ফলে ওপেন এআইয়ের সেবা ব্যবহারের শর্তাবলী ভঙ্গ হবে। এ ছাড়া বার্ডের দেওয়া উত্তরের সঙ্গে চ্যাটজিপিটিরও মিল পাওয়া যাবে। এরপর ডেভলিন নিজেই ওপেন এআইয়ে চাকরি নেন। গুগলের মুখপাত্র ক্রিস পাপ্পাস অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনার পর গুগল চ্যাটজিপিটির ডাটা দিয়ে বার্ডকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না।
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ড উন্মুক্ত করা হয় ২২ মার্চ। আপাতত বার্ড.গুগল.কম ওয়েবসাইটের অপেক্ষমাণদের তালিকায় থাকা ব্যক্তিরা এটি ব্যবহারের সুযোগ পাচ্ছে। পুরোপুরিভাবে কবে উন্মুক্ত করা হবে, তা জানায়নি গুগল।
সূত্র : লাইভ মিন্ট